মালদাঃ চিকিৎসাধীন অবস্থায় মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল থেকে নিখোঁজ রোগী।।
চিকিৎসাধীন অবস্থায় মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল থেকে এক রোগী নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল শহরে। শনিবার বিকেল থেকে কুঞ্জলাল মণ্ডল (৭০) নামে ওই রোগী নিখোঁজ হয়ে যান। জানা গেছে, শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে শুক্রবার রাতে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি হন মোথাবাড়ি থানার রবিরামটোলা গ্রামের বাসিন্দা কুঞ্জলাল মণ্ডল।।
তার সঙ্গে ছিলেন তার ছেলে শ্যামল মণ্ডল। বাবার জন্য আনা ওষুধের অব্যবহৃত অংশ শনিবার বিকেল চারটে নাগাদ দোকানে ফেরত দিতে যান শ্যামল। তবে হাসপাতালে ফিরে এসে আর বাবাকে দেখতে পাননি তিনি। হাসপাতাল, বাস ও রেল স্টেশন-সব জায়গায় বাবার খোঁজ করেন তিনি। যদিও কোথাও খুঁজে পাওয়া যায়নি কুঞ্জবাবুকে।।
এরপর রবিবার ইংরেজবাজার থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন শ্যামলবাবু। সরকারি হাসপাতাল থেকে চিকিৎসাধীন রোগী নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় ইতিমধ্যেই হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।।
রিপোর্ট – হক জাফর ইমাম। মালদা। খবর আজকাল।।