Khabar Aajkal

মালদাঃ পথ দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি,মৃত তিন সিভিক ভলান্টিয়ার।
Spread the love

মালদাঃ পথ দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি,মৃত তিন সিভিক ভলান্টিয়ার।

পথে দুর্ঘটনার কবলে পড়ল পুলিশের গাড়ি। ঘটনায় মৃত্যু হয় তিন সিভিক ভলান্টিয়ার। পাশাপাশি আহত হন গাড়ি চালক সমেত সাত জন। এদের মধ্যে দু’জন মহিলা সিভিক ভলান্টিয়ার রয়েছেন। কালিয়াচকের জালালপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কে রাত একটা নাগাদ এই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। মৃত তিন সিভিক ভলান্টিয়ার হলেন ইব্রাহিম শেখ, পঙ্কজ মণ্ডল ও ওবাইদুর শেখ। এদের বাড়ি যথাক্রমে কালিয়াচকের সুলতানগঞ্জ, আলিপুর ও গুদুয়া গ্রামে।।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে তল্লাশি অভিযান চালিয়ে আসামি ধরে ফিরছিল পুলিশের চারটি গাড়ি। তার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি গাড়ি।৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে গার্ড ওয়ালে ধাক্কা মারার পর গাড়িটি উল্টে যায় বলে প্রাথমিক ভাবে জানা গেছে । গাড়িতে সকলেই সিভিক ভলান্টিয়ার ছিলেন। আহত সিভিক ভলান্টিয়ারদের মধ্যে দু’জন মহিলা রয়েছেন। আহতদের মধ্যে এক সিভিক ভলান্টিয়ারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। বাকি আহতদের চিকিৎসা মালদার একটি বেসরকারি নার্সিংহোমে চলছে।।

রিপোর্ট – হক জাফর ইমাম। মালদা।


Spread the love
News cordinator and Advisor at Khabar Aajkal Siliguri

Related Articles