মালদাঃ সমব্যাথী প্রকল্পের টাকা না পেয়ে রাস্তার উপরেই শবদাহ করে বিক্ষোভ গ্রামবাসীদের।।
সমব্যাথী প্রকল্পের টাকা না পেয়ে রাস্তার উপরেই শবদাহ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। সোমবার মালদা মানিকচক রাজ্য সড়কের বাগবাড়ি এলাকায় কুশপুতুল শবদাহ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ,সমব্যথী সহ একশো দিনের প্রকল্প, আবাস যোজনা প্রকল্প সহ একাধিক প্রকল্পে দুর্নীতি কাজের সাথে যুক্ত কাজি গ্রাম অঞ্চলের প্রধান এবং উপপ্রধান। এরই প্রতিবাদে এই দিন তারা মালদা মানিকচক রাজ্য সড়কের বাগবাড়ি এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন। যদিও পরে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপে প্রায় আধাঘণ্টা পর উঠে যায় অবরোধ।।
রিপোর্ট – হক জাফর ইমাম।।
