মালদাঃ ৩০০ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেফতার ১ ব্যক্তি।।
গোপন সুত্রে খবরের ভিত্তিতে মালদা ইংরেজবাজার থানার পুলিশ ৩০০ গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করে। জানা যায় গ্রেপ্তার হওয়া গাজার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লক্ষ টাকা। পুলিশ সুত্রে জানা যায়, ধৃত যুবকের নাম আবু বক্কর। বয়স ১৯। বাড়ি বৈষ্ণবনগরের শবদলপুরে। তাকে আজ পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।।
গতকাল রাতে মালদা ইংরেজবাজার থানার পুলিশ আম বাজার এলাকায় তল্লাশি চালায়। সেখান থেকেই ব্রাউন সুগার সহ ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। এই বিষয়ে ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায় জানান, বৈষ্ণবনগরের একটি টিম এবং কালিয়াচকের এক যুবক ব্রাউন সুগার গুলি নিয়ে আসছিল মোথাবাড়ির উদ্দেশ্যে। তবে ইংরেজবাজার বাজারের আমবাজার এলাকায় তারপর সেগুলো নিয়ে আসা হয়। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ তল্লাশি চালিয়ে একজনকে গ্রেপ্তার করে। যদিও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃত যুবকের হেফাজত থেকে উদ্ধার হয় প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার। ধৃত যুবককে হেফাজতে নিয়ে বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে মালদা ইংরেজবাজার থানার পুলিশ।।
