মালদায় শ্রমিক দফাদারের সর্বস্ব লুট করে চাকু মেরে চম্পট দুষ্কৃতীরা।।
মালদাঃ এক শ্রমিক দফাদারের সর্বস্ব লুট করে চাকু মেরে পালালো দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে।ঘটনাটি ঘটেছে, আজ ভোর নাগাদ মালদা রেল স্টেশন চত্বরে।।
জানা গিয়েছে, আক্রান্ত শ্রমিক দফাদারের নাম, মমতাজ সেখ(৩২)। বাড়ি রতুয়া থানার সামসি গোবিন্দ পাড়া এলাকায়।।
তার অভিযোগ ১৭ জন শ্রমিককে ট্রেনে চাপাতে মালদা রেল স্টেশনে এসেছিলেন তিনি। গতকাল রাতে শ্রমিকরা দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার পর রাতে মালদা রেল স্টেশনের প্লাটফর্মে ছিলেন তিনি।
আজ ভোরে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে স্টেশন থেকে বেরোনোর পর রেল হাসপাতাল সংলগ্ন এলাকায় কয়েক জন দুষ্কৃতী তার পথ আটকায়। তার কাছে থাকা টাকা এবং অন্যান্য সামগ্রী ছিনতাইয়ের চেষ্টা করে তারা। এই ঘটনায় বাধা দিলে দুষ্কৃতীরা প্রথমে বাঁশ এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তার কাছে থাকা নগদ ২৮ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। তার মাথায় এবং একহাতে গুরুতর আঘাত রয়েছে বলে জানা যায়।।
খবর পেয়ে জিআরপি তাকে উদ্ধার করে প্রথমে রেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা ইংরেজবাজার থানার পুলিশ।।
রিপোর্ট – হক জাফর ইমাম।।
