মুকেশ আম্বানির বাড়ির সামনে থেকে বিস্ফোরক সহ একটি গাড়ি উদ্ধার।
গতকাল মুকেশ আম্বানির বাড়ির সামনে এই বিস্ফোরক সহ গাড়ি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বলিউড নগরিতে।।
স্থানীয়রা জানান, তারা একটি গাড়ি দেখতে পেয়ে কিছুটা সন্দেহ দানা বাঁধে। তারপর স্থানীয়রাই পুলিশে খবর দেন। ঘটনার খবর পেতেই তরিঘরি করে ঘটনাস্থলে পৌঁছোন বম্ব স্কোয়াডের কর্মীরা।।
পুলিশ সূত্রের খবর, সন্দেহজনক ওই গাড়ি থেকে জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে। কে বা কারা কী উদ্দেশ্যে গাড়িটি ওখানে রেখেছিল, সেবিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।।
