শিলিগুড়ি: মুখ্যমন্ত্রী শিলিগুড়ি পৌঁছাতেই তিনবাত্তি মোড়ে চাকরিপ্রার্থীদের বিশাল আন্দোলন।।
মাত্রই শিলিগুড়ি পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি। যাওয়ার পথেই তিনবাত্তি মোড়ে চাকরিপ্রার্থীরা এক বিশাল আন্দোলন করে।।
সুত্রের খবর, তিনবাত্তি মোড় অতিক্রম করেই উত্তরকন্যায় যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেই কারনেই সেই এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ করে তারা।।
এই ঘটনার খবর পেতেই এনজেপি থানা থেকে বিশাল পুলিশ বাহিনি ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভ কারীদের কোনোভাবে সড়িয়ে রাস্তা ফাঁকা করে।।
যদিও রাস্তাজুরে এখনও বেশ চাঞ্চল্যকর পরিস্থিতিই রয়েছে। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশবাহিনী।।
প্রশংগত, বেশ কয়েকদিন ধরেই চাকরির দাবিতে সেবক রোডের তিস্তা সেচ দপ্তরে বিক্ষোভ দেখাচ্ছিলেন জমিহারারা।কিন্তু চাকরির আশ্বাস না পেয়ে আন্দোলনে নামল তারা।।