Khabar Aajkal

রায়গঞ্জঃ কর্তব্যরত অবস্থায় মৃত্যু হল এসএসবি ব্যাটালিয়নের জওয়ান কনক সিনহার।।
Spread the love

রায়গঞ্জঃ কর্তব্যরত অবস্থায় মৃত্যু হল এসএসবি ব্যাটালিয়নের জওয়ান কনক সিনহার।।

কর্তব্যরত অবস্থায় এস এস বি ব্যাটালিয়নের জওয়ান কনক সিনহার মৃত্যুতে শোকাচ্ছন্ন রায়গঞ্জের বোগ্রাম এলাকা। জানা যায় মৃত্যুকালে তার বয়স ছিল ৪৭ বছর।।

রায়গঞ্জ খরমুজাঘাট শ্মশানে স্যালুটের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানিয়ে বিদায় জানালো এস এস বি বাহিনী। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল তাঁর৷।

সুত্রের খবরের ভিত্তিতে জানা যায় দুদিন আগে ফালাকাটার টোটোপাড়ায় ভারত-ভূটান সীমান্তে বর্ডার রোডে ডিউটি করছিলেন তিনি। বর্ডার রোডে কর্তব্যরত অবস্থায় আচমকাই ব্রেন স্ট্রোক করে তাঁর।।

তরিঘরি করে তাঁকে আলিপুরদুয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে শিলিগুড়িতে স্থানান্তর করেন। গতকাল শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এ এস আই কনক সিনহার।।

আজ সকালে এস এস বি’র অফিসার ও জওয়ানেরা কফিনবন্দী অবস্থায় তাঁর মৃতদেহ রায়গঞ্জে নিয়ে আসেন। রায়গঞ্জ শহরের খরমুজাঘাট শ্মশানে স্যালুট জানান এস এস বি’র জওয়ানেরা।।


Spread the love
author

Related Articles