রায়গঞ্জ: সড়ক দুঘটনায় গুরুতর আহত এক ছাত্র।।
মোটর বাইক ও টাটা গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক ছাত্র। গতকাল বিকেলে ঘটনাটি ইটাহার থানার চেকপোস্ট সংলগ্ন জাতীয় সড়কে ঘটে।।
স্থানীয় সুত্রে জানা যায়, দুর্ঘটনার জেরে ছাত্রের পা ক্ষতবিক্ষত হয়। সেই অবস্থায় তাঁকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পা কেটে বাদ দেওয়ার কথা জানান।
পরিবার সূত্রে জানা যায় আহত ওই ছাত্রের নাম জাফর আলী(১৯)। ইটাহার থানার জয়হাট গ্রাম পঞ্চায়েতের বাহাটোল গ্রামের বাসিন্দা সে। গতকাল মোটর বাইক নিয়ে বাড়ি ফেরার পথে টাটা গাড়ির সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয় সে। পরবর্তীতে তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করেন।।