লরির ধাক্কায় মৃত এক শ্রমিক
মালদাঃ ফারাক্কা থেকে মালদা শহরে ঢোকার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে লরির ধাক্কায় মৃত্যু হল এক শ্রমিকের। ঘটনাটি ঘটেছে মালদা ইংরেজবাজার থানার কটাগড় এলাকায় ৩৪নম্বর জাতীয় সড়কে। জখম অবস্থায় ওই শ্রমিককে আরো অন্যান্য শ্রমিকরা উদ্ধার করে প্রথমে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করে তবে পরে অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে বুধবার ভোরে মৃত্যু হয় শ্রমিকের। মৃত শ্রমিকের নাম নজরুল ইসলাম (৫০)তার বাড়ি মুর্শিদাবাদ জেলার ফারাক্কা অর্জুনপুর এলাকায় সে মালদায় ৩৪ নম্বর জাতীয় সড়ক সংস্কারের কাজ করছিলেন ইংলিশ বাজারের কাটাগড় এলাকায় দ্রুতগতিতে আসা লরির ধাক্কায় এই দিন ভোর রাতে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে মৃত্যু হয় তার। মৃত শ্রমিকের ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়। মালদা ইংরেজবাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।।
