Khabar Aajkal

শান্তিপুরঃ কুয়োর স্লাব ভেঙ্গে ভেতরে ধুকে গেল এক মহিলা।।
Spread the love

শান্তিপুরঃ কুয়োর স্লাব ভেঙ্গে ভেতরে ধুকে গেল এক মহিলা।।

শুক্রবার দুপুর দেড়টা নাগাদ এই ভয়ঙ্কর ঘটনা ঘটে। এই ঘটনাটি ঘটে শান্তিপুর পৌরসভার অন্তর্গত 17 নম্বর ওয়ার্ডের তেলিপাড়া এলাকায়।।

সুত্রের খবর, অসাবধানতাবশত কলপাড়ে স্নান করতে গিয়ে শৌচালয়ের কুয়োর স্লাব ভেঙে কুয়োতে পড়ে যান সেই মহিলা।।

পরিবার সুত্রে জানা যায়, কলপাড়ে শৌচালয়ের কুয়োর স্লাবের উপর দাঁড়িয়ে স্নান করছিলেন তিনি । শরীরের ওজন বেশি থাকায় হঠাৎই অসাবধানতাবশত ওই মহিলা স্লাব ভেঙে গিয়ে কুয়োর মধ্যে পড়ে যান ।

সুত্রের খবর, ঘটনাস্থলে দমকল কর্মীদের প্রচেষ্টায় শেষমেস উদ্ধার হন এই মহিলা।।


Spread the love
News cordinator and Advisor at Khabar Aajkal Siliguri

Related Articles

Like Us on Facebook, It's Free 😉