শিবমন্দিরঃ আঠারখাই রামকৃষ্ণ বেদান্ত আশ্রমে মা সারদা দেবীর ১৬৮ তম পূন্য জন্ম তিথি পালন।।
মা সারদা দেবীর ১৬৮তম জন্মতিথি উপলক্ষ্যে শিবমন্দিরের আঠারখাই রামকৃষ্ণ বেদান্ত আশ্রমে পূজার আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এবছরও এলাকার প্রায় ১৫০ জন মানুষের হাতে কম্বল বিতরণ করা হয়।।
পাশাপাশি আজ দুপুরে মায়ের বিশেষ ভোগ বিতরণ করা হয়। রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের সম্পাদক স্বামী অমিতানন্দ মহারাজ জানান প্রতি বছর বিভিন্ন সাংস্কৃতিক এবং সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে জাঁকজমক ভাবে মায়ের জন্মদিন উদযাপন করা হয়। কিন্তু এই বছর ছোট করে অনুষ্ঠান পালন করা হচ্ছে।।
