শিবমন্দিরঃ আঠারোখাই এলাকায় জোট প্রার্থী শঙ্কর মালাকারের পোষ্টার ছিড়ে ফেলার অভিযোগ বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে।।
আঠারোখাই কলেজ পাড়ায় বাম-কংগ্রেস এক বিশাল অভিযোগ করলো তৃণমূল ও বিজেপিকে কেন্দ্র করে। তাদের অভিযোগ, আঠারোখাই কলেজ পাড়া এলাকায় রাতের অন্ধকারে তৃণমূল ও বিজেপি বাম-কংগ্রেস সংযুক্ত মোর্চা সমর্থিত মাটিগাড়া-নক্সালবাড়ি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকারের পোষ্টার ছিড়ে ফেলে। জোটকর্মীদের দাবী, “শিবমন্দিরের সুস্থ রাজনীতিতে এটা কিসের ইঙ্গিত!”
তারা নির্বাচন কমিশন এবং উচ্চপদস্ত আধিকারিকদের কাছে আবেদন করেন এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য।।