শিলিগুড়িঃ আশিঘর এলাকায় একটি ট্রাক ও একটি ছোট গাড়ি দুর্ঘটনার কবলে পড়ল।।
শিলিগুড়ির অন্তর্গত ইস্টার্ন বাইপাস আশিঘর এলাকার কানকাটা মোড়ে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একটি পাথরবোঝাই ট্রাক এবং একটি ছোট চারচাকা গাড়ির সংঘর্ষের ফলেই এই দুর্ঘটনা।।
স্থানীয় সূত্রে জানা যায় পাথর বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ছোট চারচাকা গাড়ি দিকে পেছন থেকে ধাক্কা মারে। যার ফলে ছোট গাড়িটি ঘুরে সে চলে এসে ট্রাকের মুখোমুখি হয়।।
সূত্রের খবর ট্রাকের চালক পলাতক। যদিও কোনো হতাহতের খবর নেই। তবুও দুর্ঘটনা দেখেই ভয়ে পালিয়ে যায় পাথর বোঝাই ট্রাকের চালক।।
ছোট গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় সহ ট্রাকের ডানপাশেও কিছুটা ভাংচুর লক্ষ করা গেছে।।
এই দুর্ঘটনার ফলে ঘটনাস্থলে এক বিশাল চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বহু লোকের যানজট সৃষ্টি হয়েছে জাতীয় সড়কের ওপর।।
যদিও আশিঘর ফাঁড়ির পুলিশ এসে ঘটনার সামাল দেয়। এবং পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।।
