শিলিগুড়িঃ দুই কাগজ কুরানির মধ্যে ঝগড়া লাগায় এক যুবক অপর যুবককে চাকু দিয়ে আঘাত।।
শিলিগুড়ি সূর্যসেন কলোনীতে দুই কাগজ কুরানির মধ্যে লাগে গন্ডগোল। তুমুল গন্ডগোলের পরেই সুরজ রাম বাহাদুর নামে এক যুবক ইরফান নামক এক যুবককে চাকু দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে যায় ইরফান। স্থানীয় লোকজন এসে অভিযুক্ত সুরাজ রাম বাহাদুরকে আটকে রাখে। খবর পেয়ে ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। আহত ইরফান উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।অভিযুক্ত সুরাজরামবাবুকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্ত সুরাজ রাম বাহাদুর টিকিয়া পাড়ার বাসিন্দা এবং আহত ইরফান জোরপাকড়ির বাসিন্দা। ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।