শিলিগুড়িঃ প্রতি বছরের ন্যায় এবছরও বিশ্ব জল দিবসের উদযাপন।।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে দুইটি পৃথক জায়গায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার গাঁজা সহ বিদেশী মদ উদ্ধার করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, তিরিশ কেজি গাঁজা ও সাড়ে চার লিটার বিদেশী মদ সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।।
কোচাধামন থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে অপর দিকে, মুরারিগছ বনদপ্তরের চেকপোস্টের পাশের গ্রামীন বা পকেট রুটে অভিযান চালিয়ে একটি ছোট চারচাকা গাড়ি থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। যদিও সেই গাড়িতে থাকা ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে। গলগলিয়া থানার ওসি নিরজ কুমার নিরালা জানান, মাদকরাচারকারী ওই গাড়ির মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ধৃত দুই ব্যক্তিকে কিশনগঞ্জ আদালতে তোলা হলে তাদের ১৪দিনের বিচার বিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।