শিলিগুড়িঃ ফের শিলিগুড়ি শহরের বিধান মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা।।
শিলিগুড়ি শহরের বিধান মার্কেট ব্যবসায়িকসহ শিলিগুড়ি বাসীর কাছে এক প্রাণকেন্দ্র। আর তার মধ্যেই এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। বিধান মার্কেট এর নেতাজির কেবিনে আজ সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যদিও আগুন খুব একটা ছড়িয়ে পড়ার আগেই দমকলের দুটি ইঞ্জিন এসে ঘটনার সামাল দেয়। তবে ফের এই অগ্নিকাণ্ডের ঘটনায় সকলের মধ্যে এক আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনো সঠিকভাবে জানা যায়নি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।।
