শিলিগুড়িঃ ভক্তিনগর এলাকায় দশচাকার ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার।।
শিলিগুড়ির অন্তর্গত ভক্তিনগর থানা এলাকায় একটি 10 চাকার ট্রাকের পেছনের চাকার ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। ওই মৃত মহিলার নাম রিতা ছেত্রী, তিনি লিম্বু বস্তির বাসিন্দা ছিলেন বলে সুত্রের খবর। পরিবার সুত্রে জানা যায় তিনি সকালবেলায় বাজারে যাচ্ছিলেন চেকপোস্ট মোড়ে। সেই সময় একটি দশচাকার ট্রাক এসে ধাক্কা মারে তাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। গাড়ি সহ গাড়ির চালককে আটক করে পুলিশ। এবং মৃত মহিলাকে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।।
