শিলিগুড়িঃ মৃত বিজেপি কর্মীর পরিবারের হাতে রোজগারের কারনে সেলাই মেশিন তুলে দিলেন ডা. জয়ন্ত রায়।।
ডাবগ্রাম ২নং ডাবগ্রাম ২ নং বিজেপি কর্মী নিলরতন রায়ের বাইক দুঘটনায় মৃত্যু হয়। সেই নিলরতন রায়ের পরিবারের সাথে দেখা করেন ডা. জয়ন্ত রায় মহাশয়। তিনি পরিবারকে দেখে অত্যন্ত দুঃখিত হন। এবং বলেন আপাতত কোনো কাজের ব্যবস্থা নিশ্চই করব। এবং ঠিক দুইদিনের মাথায় সেই পরিবারের হাতে একটি সেলাই মেশিন তুলে দেয়। যাতে তারা সেলাই করে রোজগার করতে পারে।।
