Khabar Aajkal

শিলিগুড়িঃ রবীন্দ্র নগরের রহস্যজনক মৃতব্যাক্তির নাম-পরিচয় জানা গেল।।
Spread the love

শিলিগুড়িঃ রবীন্দ্র নগরের রহস্যজনক মৃতব্যাক্তির নাম-পরিচয় জানা গেল।।

আজ রবীন্দ্রনগরে দিনে দুপুরে রহস্যজনক মৃত্যু হয় এক ব্যক্তির। যদিও অবশেষে মৃত ব্যক্তির নাম-পরিচয় জানা গেল।জানা যায় মৃত ব্যক্তির নাম সুশীল দাস।তিনি ঘোগোমালি সংলগ্ন নিরঞ্জননগরের বাসিন্দা। ঘটনার খবর জানতে পেরেই কান্নায় ভেঙ্গে পরে পরিবার সহ আত্মীয়স্বজন।।


আজ সকাল নাগাদ শিলিগুড়ির রবীন্দ্রনগর বালিকা উচ্চবিদ্যালয়ের পাশে রাস্তায় ওই ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। জানা যায় মৃত ব্যক্তির মাথার পেছনে গুরুতর আঘাত লাগা ছিল। সকলের প্রাথমিক অনুমান ব্যক্তিকে কুঁপিয়ে খুন করা হয়েছে। এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ।।

পরিবার সুত্রে জানা যায়,ওই ব্যক্তি ভাঙাচোরা সংগ্রহ করে সেগুলি বিক্রি করতেন।সেই কাজেই আজ সকালে বাড়ি থেকে বেড়িয়েছিলেন তিনি।সাইকেলে করেই যেতেন তিনি এবং ব্যাগে দাড়িপাল্লা ও বাটখারাও থাকতো। তবে সকালে পুলিশ তার দেহের পাশ থেকে ব্যাগ ও সাইকেল উদ্ধার করলেও দাড়িপাল্লা ও বাটখারা কিছুই পাওয়া যায়নি।যা থেকে পুলিশের প্রাথমিক অনুমান,সেই বস্তু দিয়ে হয়তো ওই ব্যক্তিকে খুন করা হয়েছে।।


পুলিশ সুত্রে জানা যায়, ইতিমধ্যেই মৃত দেহটিকে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।।

অপরদিকে ঘটনার খবর পাওয়ার পর পুরো পরিবার কান্নায় ভেঙে পড়ে। সকলের মধ্যেই এক বিশাল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গোটা ঘটনার সঠিক তদন্তের দাবি করেছে পরিবার সহ প্রতিবেশীরা।।


Spread the love
author

Related Articles