শিলিগুড়িঃ রাজগঞ্জের বৈকন্ঠপুর জঙ্গলে অনুষ্ঠিত হল বনদুর্গা পুজো।।
শিলিগুড়ি শহর সংলগ্ন রাজগঞ্জের চেউলিবাড়ির গভীর জঙ্গলের মধ্যে প্রতিবছর পৌষ মাসের পূর্ণিমা তিথির গভীর রাতে বনদুর্গার পুজো হয়ে আসছিল। যদিও এবার এই পুজো হল দিনেদিনেই।।
জানা যায় প্রথমদিকে রাজবংশী সম্প্রদায়ের মানুষ এই পুজো শুরু করেন। সেইসময় এই পুজো ঠুনঠুনির পুজো নামে পরিচিত ছিল।।
কথায় আছে, এই জায়গাটি দিল্লিভিটা চাঁদের খাল নামে পরিচিত। সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর লেখা ‘দেবী চৌধুরানী’ উপন্যাসেও এই জায়গার কথা উল্লেখ করে গিয়েছেন।।
