শিলিগুড়িঃ শহর পরিস্কার করতে এবার উদ্যোগী ছাত্র যুব সমাজ।।।
শিলিগুড়ি শহরে বেশ কিছুদিন ধরেই সাফাই কর্মীদের কর্মবিরতি চলছে। বেশকিছু দফার দাবী নিয়ে তিন চারদিন ধরে সাফাই কর্মী দের কর্মবিরতি চলছে। সেই কারনে বিভিন্ন রাস্তায় রাস্তায় দুদিন ধরেই মানবিকতার জেরে সাফাই চলছে। আজ সকাল সকাল ফের আরেক চিত্র ধরা পড়ছে ক্যামেরায়। ছাত্র যুবরা এইবার শহরকে পরিস্কার রাখতে প্রস্তুত। শিলিগুড়ি শহরের ভেনাস মোড় এলাকায় আজ এই ছবি দেখা যায়। ছাত্র যুব সমাজের উদ্যোগে শহর পরিস্কার চলছে।।
