শিলিগুড়ি: ইস্টার্ন বাইপাস এলাকায় দুটি তাজা বোমাসহ গ্রেপ্তার 5 ব্যক্তি।।
নির্বাচনের মুখে শহরে বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল।।
গোপন সূত্রে খবর ভিত্তিতে গতকাল রাতে শিলিগুড়ি সংলগ্ন ইস্টার্ণ বাইপাস এলাকায় শিলিগুড়ি পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট অভিযান চালায়।।
শিলিগুড়ি পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের সেই অভিযানের সাফল্য হাতে নাতে ধরা পড়ে। সেই এলাকা থেকেই দুটি তাজা বোমা সহ পাঁচজন ধৃত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।।
পুলিশ সুত্রে জানা যায়, ধৃতদের নাম সুজিত সরকার(৩১), গোপাল বিশ্বাস(৪৫)। সে নেতাজি পাড়ার পঞ্চানন রোডের বাসিন্দা। বাবু গুরুং (৩৮) মধ্য শান্তিনগর এলাকার বাসিন্দা। শঙ্খ দাস(৫৮) ডাঙ্গি পাড়া এলাকার বাসিন্দা। ও গনেশ মণ্ডল(৫২) শান্তিপাড়া এলাকার বাসিন্দা।।
পুলিশ সুত্রে জানা যায়, আজ ধৃতদের সকলকেই জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।।