শিলিগুড়ি: এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারে শহরজুরে চাঞ্চল্যের সৃষ্টি।।
আজ সকালে শিলিগুড়ি শহরের প্রধাননগর থানার একটি হোটেলের সামনে এই মর্মান্তিক দুঘটনাটি ঘটে।।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল নাগাদ স্থানীয়রা এক মহিলার মৃতদেহ রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা তরিঘরি করে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনার সামাল দেন।।
সুত্রের খবর, মৃত মহিলার পেটে বেশ কয়েক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।।
যদিও পুলিশের অনুমান, কেউ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার ফলেই এই ঘটনা ঘটে।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।।
