Khabar Aajkal

শিলিগুড়ি: প্রধান নগর দেওকোটা সংঘের তরফে আজ বেশকিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়।।
Spread the love

শিলিগুড়ি: প্রধান নগর দেওকোটা সংঘের তরফে আজ বেশকিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়।।

শিলিগুড়ির অন্তর্গত প্রধাননগর দেওকোটা সংঘের তরফে আজ আগম সিং গিরির 93 তম জন্ম বার্ষিকী পালন সহ মহাকবি লক্ষ্মী প্রসাদ দেওকোটা এবং ভগবান বুদ্ধের মূর্তিগুলিও সঙ্ঘের মধ্যে উন্মোচিত করা হয়। দেওকোটা সংঘ নেপালি সাহিত্য জগত এবং ভার্জিয়াল সামাজিক সংগঠন থেকে বহু বিশিষ্ট অতিথিকে আজ এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে। আজ শিলিগুড়িতে ব্যারিস্টার আরি বাহাদুর গুরুং (দার্জিলিং এবং উত্তরবঙ্গের গোর্খা সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী গণপরিষদের সদস্য) সম্পর্কিত একটি স্ট্যাচু তৈরি করার বিষয়ে আলোচনা করে।।


Spread the love
author

Related Articles