শিলিগুড়িঃ ভবেশ মোড়ের মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির।।
শিলিগুড়ি শহরের ইস্টার্ন বাইপাস এলাকার অন্তর্গত ভবেশ মোড় এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির।।
সুত্রের খবর, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম জয় সরকার। জয়বাবু টিকিয়াপাড়া এলাকার বাসিন্দা।।
স্থানীয় সূত্রে জানা যায়, জয়বাবু পিকনিকের উদ্দেশ্যে ভবেশ মোড়ের কাছে মাংস কেনার জন্য রাস্তা পার হওয়ার উল্টো দিক থেকে এক সিমেন্টের ট্রাক ধাক্কা মারে তাকে।।
যদিও ঘটনায় ট্রাকটির চালক ও খালাসি দুজনেই পলাতক।।
স্থানীয়দের অভিযোগ, ট্রাকগুলি ওই রাস্তা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাঝে মধ্যেই দুর্ঘটনার কবলে পরে।।
ঘটনার খবর পেয়েই এনজেপি থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে বলে সুত্রের খবর।।