শিলিগুড়ি: ভারতীয় মহিলা ক্রিকেটার রিচার বাবার ওপর দুস্কৃতিদের হামলার অভিযোগ।
গতকালই শিলিগুড়ি বাসীর জন্য শহরের মেয়ে রিচা ঘোষ এক বিশাল সুখবর বহন করে আনে। আর তারপরই রিচার বাবার ওপর দুস্কৃতিদের হামলার অভিযোগ ওঠে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ির সুভাষপল্লি এলাকায়।
সুত্রের খবর, গতকাল রাতে রিচার বাড়ির এক অনুষ্ঠানে তার কিছু নিকট আত্মীয় ও বন্ধুবান্ধব এসেছিলেন। আর সেই সময় কয়েকজন মদ্যপ যুবক বাইক নিয়ে রিচার বাড়ির সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এমনই অভিযোগ করেছে রিচার পরিবারের লোকজন।
ঘটনাটি দেখে রিচার বাবা প্রতিবাদ করতে গেলে সেই সময় মদ্যপ যুবকরা মানবেন্দ্রবাবুর ওপর হামলিয়ে পড়ে। ঘটনায় রিচার বাবার মুখে আঘাত লাগে।।
পাশাপাশি অভিযোগ, ওই দুষ্কৃতীরা রিচার দিদির এক বান্ধবীর চারচাকা গাড়িতেও ভাঙচুর চালায়।।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।।
