শিলিগুড়ি: ভোট ঘোষণা হতেই শহরের টহলদারির উদ্দেশ্যে পৌঁছে গেল সেনাবাহিনী।
গতকাল শিলিগুড়ি শহরে সিকিম থেকে এসএসবি-৭২ নম্বর ব্যাটালিয়নের এক কোম্পানি জওয়ান এসে পৌঁছায়।।
সুত্রের খবর, আগামীকালের মধ্যেই মাটিগাড়া ও ভক্তিনগর থানা এলাকার জন্য আরও দুই কোম্পানি জওয়ান এসে পৌঁছনোর কথা রয়েছে।।
শিলিগুড়ি হিন্দি হাই স্কুলে জওয়ানদের থাকার ব্যাব্যস্থা করা হয়েছে। জানা গেছে পুলিশের সঙ্গে সমন্বয় রেখেই কাজ করবে আধাসামরিক বাহিনী।।
সূত্রের খবর আজ থেকেই জওয়ানরা শিলিগুড়ির রাস্তায় টহলদারি শুরু করতে পারে।।
