শিলিগুড়িঃ রাস্তা নির্মাণের ঠিক দুদিনের মাথায় ফের ভেঙে গেল রাস্তা।।
শিলিগুড়ি পুরোনিগমের ৪৬ নং ওয়ার্ড অর্থ্যাৎ চম্পাসারির অন্তর্গত সমর নগর পঞ্চায়েত এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনায় উত্তেজিত হয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।।
স্থানীয়দের অভিযোগ, প্রায় ২৫বছর পর আবার এই রাস্তা তৈরী করা হয়েছে। বহুদিন যাবতই রাস্তার বেহাল দশার কথা তারা উচ্চপদস্ত আধিকারিকদের জানালেও কোনো কাজ হয়নি।।
তবুও গত রবিবার এই কাজ করা হলেও আজ মঙ্গলবার অর্থ্যাৎ দুইদিনের মাথায় ফের ভাঙন শুরু হয়েছে রাস্তার।।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার তৈরীর ক্ষেত্রে যে উপাদানগুলি জরুরি সেগুলো খুব কম পরিমানে ব্যাবহার করা হয়েছে সেই রাস্তা নির্মানের সময়। পাশাপাশি তাদের অভিযোগ, যে এই রাস্তা নির্মানের সম্পুন্ন দায়িত্ব নিয়েছেন, সে একবারও এসে এলাকায় কাজ পরিদর্শন করে যায়নি।।
এই নিয়ে বিশাল ক্ষুব্ধ হয়ে রয়েছেন প্রত্যক্ষদর্শীরা।।