শিলিগুড়িঃ শ্রীগুরু বিদ্যামন্দিরের (উঃমাঃ) ডাইনিং সেড এবং জিমনাসিয়াম -এর শুভ উদ্বোধন করলেন মন্ত্রী গৌতম দেব।।
শিলিগুড়ির শ্রীগুরু বিদ্যামন্দিরের (উঃমাঃ) ডাইনিং সেড এবং জিমনাসিয়াম -এর শুভ উদ্বোধন করা হল। আজ এই শুভ উদ্বোধন করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব মহাশয়। পাশাপাশি উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি রঞ্জন সরকার মহাশয়। গৌতম বাবু জানান, 250 ছাত্রছাত্রীর জন্য মিডডেমিল খাওয়ার মতো ডাইনিং সেডের ব্যবস্থা করা হয়েছে।।