শিলিগুড়ি: হিমঘরে চুরির উদ্দেশ্যে প্রবেশ করা সত্ত্বেও চুরি করতে না পারায় আগুন লাগিয়ে দিল চোর।।
শিলিগুড়ির নিকটবর্তী ভক্তি নগর চেকপোস্ট এলাকায় একটি হিমাগারে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটল।।
জানা যায় বহুদিন যাবতই বন্ধ ছিল ওই হিমঘরটি। আর যার জন্য ওই এলাকা দুস্কৃতিদের আড্ডার জায়গায় পরিনত হয়েছে। সুত্রের খবর গতকাল রাতে চুরির উদ্দেশ্যে হিমঘরে প্রবেশ করা সত্ত্বেও চুরি সফল না হওয়ায় আগুন লাগিয়ে দেয়।
দমকলকর্মীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার পরে হিমাঘরে রাখা মালামাল পুড়ে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।।