শিলিগুড়িঃ পাহার সহ সমতল বুদ্ধিস্ট সেলের পাশে দাড়ানোর পাশাপাশি বেশ কয়েকটি গুমফা দর্শন।।
দুদিন আগেই শিলিগুড়ি বাঘাযতীন পার্কে মন্ত্রী অরূপ বিশ্বাস ও পর্যটনমন্ত্রী গৌতম দেব বহু বুদ্ধিস্ট সম্প্রদায় মানুষের হাতে তৃণমূল কংগ্রেসের হাতে দলীয় পতাকা তুলে দেন। উল্লেখ্য এখনো পর্যন্ত বুদ্ধিস্টদের পাশে কোনও রাজনৈতিক দল দাঁড়ায়নি। তৃণমূলের এমন উদ্যোগে পাহাড় সহ সমতলের মানুষেরা খুশি।
বিষয়ের ভিত্তিতে ডুয়ার্স বুদ্ধিস্ট সেলের সদস্য বিক্রান্ত লামা বলেন, তৃণমূল দায়িত্বে আসার পরই পাহাড়বাসীর জন্য উন্নয়নমূলক কাজ করা হয়েছে। তবে তার থেকেও বঞ্চিত ছিল বুদ্ধিস্টরা। পশ্চিমবঙ্গ বুদ্ধিস্ট সেলের কো-অর্ডিনেটর, নিমা ওয়াঙদি শেরপার উদ্যোগে, রাজ্য সরকার বুদ্ধিস্টদের পাশে দাঁড়িয়েছেন। তার সাথে এখন আমারাও উন্নয়নমূলক কাজ করে যাবো। এছাড়াও তারা বলেন দীর্ঘদিন থেকে সংস্কার না হওয়া গুম্ফাগুলোও পরিদর্শন করে দ্রুত সংস্কারের ব্যবস্থাও করা হবে বুদ্ধিস্ট সেলের পক্ষ থেকে। গতকাল সমতলের বেশ কয়েকটি গুম্ফা পরিদর্শন করেন নিমা ওয়াঙদি শেরপা, রাজ্য উদবাস্তু সেলের চেয়ারম্যান মুকুল বৈরাগ্য সহ বুদ্ধিস্ট সেলের অন্যান্য সদস্যরা। যার মধ্যে বাগডোগরা ভুট্টাবাড়ি এলাকায়, গুম্ফা তৈরির জন্য ফাঁকা জমি রয়েছে। সেখানেও নতুনভাবে গুম্ফা তৈরি করবার আশ্বাস দেন তিনি। এরপর নকশালবাড়ি, পানিঘাটা, দুধিয়ার বেশ কয়েকটি গুম্ফা পরিদর্শন করেন তিনি।