শিলিগুড়িঃ পাহাড় ও সমতলের ঐক্য ও শান্তি সহ আরও একাধিক দাবিতে শিলিগুড়ি নাগরিকদের অবস্থান বিক্ষোভ।।
শিলিগুড়ি শহরের নাগরিকরা পাহাড় ও সমতলের ঐক্য, শান্তি ও সম্প্রীতি রক্ষার দাবিতে আজ প্ল্যাকার্ড হাতে নিয়ে মৌণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে। আজ হাসমিচকে প্ল্যাকার্ড হাতে নিয়ে দেশদ্রোহিতার অপরাধে অভিযুক্ত বিমল গুরুংকে পুলিশী পাহাড়ায় রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হচ্ছে বলে একরাশ ক্ষোভ প্রকাশ করেন তারা। রাজ্য সরকারকে উল্লেখ করে দেশ দ্রোহিতা সহ বিভিন্ন ধারায় পুলিশ প্রহরায় রাজনৈতিক কার্যকলাপে বাধাঁ দেওয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা।।