শিলিগুড়িঃ ফুলবাড়ি বাইপাস রোডে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ।।
শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ি বাইপাস রোডে এক মর্মান্তিক দুঘটনা ঘটলো। সুত্রের খবর একটি লবনের গাড়ি রাঙ্গাপানী থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল এবং অপরদিকে একটি গাড়ি ঘোষপুকুরের পথে যাচ্ছিল। সেই সময় ফুলবাড়ি বাইপাস রোডের টোল গেটের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।।
পুলিশ সুত্রে জানা যায়, আহত ট্রাক চালকের নাম রবি গৌড় এবং কন্টেনারের চালকের এর নাম মালিক মোহাম্মদ। পাশাপাশি দুঘটনার সময় গাড়ির চালকদের উদ্ধার করতে গিয়ে এক ব্যক্তি নিজেই আহত হন। সেই ব্যক্তির নাম দিলীপ বর্মন।।