শিলিগুড়িঃ লড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার।।
এই মর্মান্তিক দুঘটনাটি ঘটে শিলিগুড়ি শহরের অন্তর্গত ইস্টার্ন বাই পাশ আশিঘড় সংলগ্ন এলাকায়। সুত্রের খবর আজ দুপুর নাগাদ এই দুঘটনাটি ঘটেছে। জানা যায় স্বামী ও স্ত্রী বাইকে করে যাচ্ছিলেন। সেই সময় একটি লড়ি পাশ কেটে যেতে গেলে বেলেন্স হারিয়ে ফেলে পিছনে চাকাই পরে যায় মহিলাটি। পরে যাওয়ায় লড়ির পেছনের চাকাতেই পিষ্ঠ হয়ে যান তিনি। সুত্রের খবর মৃত মহিলাটির নাম রুনা সিংহ বয়স প্রায় ৩৭ বছর। পাশাপাশি আহত হন তার স্বামী রঞ্জন সিংহ। জানা গেছে তাদের বাড়ি ডাবগ্রাম ২ অঞ্চলের ফকদই বাড়ি এলাকায়। এই মর্মান্তিক দুঘটনার ফলে এলাকায় বিশাল শোকের ছায়া নেমে এসেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আশিঘড় পুলিশ।।