করোনার জন্য অনেকটাই ফিকে উৎসবের রং। কিন্তু বাঙ্গালীদের শ্রেষ্ঠ উৎসব বলে কথা বাদ দিয়ে তো থাকা যায়না। এই লকডাউনে বাড়িতে বসে অনেকেই নতুন নতুন জিনিস তৈরী করেছে। কিন্তু এ এক আশ্চর্য জিনিস। শিলিগুড়ির বছর 11 এর স্পন্দন ঘোষ তৈরি করল কাগজের দুর্গা প্রতিমা। শুধু দূর্গাই নয় দুর্গার সাথে রয়েছে তার ছেলে মেয়ে (লক্ষ্মী, সরস্বতী,কার্তিক ও গণেশ)। স্পন্দন জানিয়েছে প্রায় 15 দিনের মতো এই সম্পূর্ণ মূর্তিটি তৈরি করতে তার সময় লেগেছে। স্পন্দনের এই আশ্চর্যজনক প্রতিভায় খুশি তার পরিবার।।

- October 23, 2020
0
31
Less than a minute
You can share this post!
