শিলিগুড়িঃ চুরি যাওয়া গাড়ি উদ্ধার করল প্রধানগর থানার পুলিশ।।
চুরি যাওয়া গাড়ি আসানসোলে উদ্ধার করল প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ। ধৃত ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা যায় ধৃতের নাম অশ্বিনী কুমার সিং।
সুত্রের খবর ৩ জানুয়ারি অশ্বিনী কুমার সিং বিহারে যাওয়ার উদ্দেশ্যে সিকিমের এক ব্যক্তির গাড়ি বুকিং করেছিল। সেইসময় অশ্বিনীবাবু নিজেকে বর্ধমানের বাসিন্দা বলে পরিচয় দিয়েছিলেন। তারপর শিলিগুড়ি জংশনে পৌঁছে রাজেন্দ্রবাবু চা খেয়ে এসে দেখে তার গাড়ি নেই।।
তারপর সে ঘটনা লিখিত ভাবে পুলিশকে জানায়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে।।
গোপন সূত্রে খবরের ভিত্তিতে আসানসোল থেকে চুরি যাওয়া গাড়িটি উদ্ধার করে পুলিশ। পাশাপাশি ধৃতকে গ্রেফতার করা হয়। আজ অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে তোলা হবে।।