শিলিগুড়ি: নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পরে পিকআপ ভ্যান, আহত ১ উত্তেজনা এলাকায়।
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পরে একটি পিকআপ ভ্যান ঘটনায় উত্তেজনা ছড়ায় একালায় জুড়ে। ঘটনাটি ঘটেছে, শিলিগুড়ি পুরনিগম এলাকায়। পুরনিগমের বিপরীতে একটি দোকানে ঢুকে যায় পিকআপ ভ্যানটি। স্থানীয় সূত্রে জানা যায় ঘটনায় একজন আহত হয়। আহত ব্যক্তিকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এক স্থানীয় বাসিন্দা জানান, সম্ভবত ওই পিকআপ ভ্যান চালক নেশাগ্রস্থ অবস্থায় ছিল। প্রথমে দাঁড়িয়ে থাকা একটি স্কুটিতে ধাক্কা মারে তার সঙ্গে একটি মোটরসাইকেলে ধাক্কা মারে এবং শেষে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের সামনে থাকা পিলারে ধাক্কা মারে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পিকআপ ভ্যানটি আটক করে থানায় নিয়ে যায়।