Khabar Aajkal

শিলিগুড়ি পশ্চিম ভক্তিনগর কালিমন্দিরে মহিলা কমিটির দ্বারা আয়োজিত হল বাসন্তী পুজো।।
Spread the love

শিলিগুড়ি পশ্চিম ভক্তিনগর কালিমন্দিরে মহিলা কমিটির দ্বারা আয়োজিত হল বাসন্তী পুজো।।

শিলিগুড়ি পুরোনিগমের অন্তর্গত 34 নম্বর ওয়ার্ডের অন্তর্গত পশ্চিম ভক্তিনগর কালীমন্দিরে মহিলা কমিটি দ্বারা বাসন্তি পুজোর তৃতীয় বর্ষ আয়োজিত হল।।

সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই চারদিনে ধুমধাম করে হয় এই বাসন্তি পুজোর আয়োজন। মন্দির কমিটির তরফে জানান, গত বছর করোনা সংক্রমণের জন্য এই সময় লক ডাউন চলছিল। সেই কারনে গত বছর পুজো বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে এবছর পুজো মহা সমারোহে পালিত হচ্ছে।

পাশাপাশি মন্দির কমিটি এও জানান যে, এই পুজো মহিলা সদস্যা দের দ্বারাই পরিচালিত। সাবেকিয়ানায় মণ্ডপসজ্জা থেকে শুরু করে মায়ের মূর্তি তৈরি হয়েছে বলে জানান তারা।।

এই চারদিন কমিটির পক্ষ থেকে বিশেষ আকর্ষণ হিসেবে বসন্ত আহারের আয়োজন করা হয়েছে। আর তার সাথে অষ্টমীর পুজো উপলক্ষে মহা ভোগের আয়োজন করা হয়েছে। এছাড়াও বিসর্জনের দিন বিশেষ আকর্ষণ হিসেবে ২০ টি ঢাক নিয়ে ভাসান পর্বের আয়োজন ও করা হয়েছে।।


Spread the love
News cordinator and Advisor at Khabar Aajkal Siliguri

Related Articles

Like Us on Facebook, It's Free 😉