শিলিগুড়িঃ বিবাদি সংঘের মাঠে ট্রায়ালের মাধ্যমে ফুটবলার বাছাই করা শুরু করল পাঞ্জাবের মিনার্ভা ফুটবল ক্লাব।।
আজ শিলিগুড়ি শহরের অন্তর্গত ভক্তিনগরে বিবাদি সংঘের মাঠে সামনের মিশন বিশ্বকাপে অংশগ্রহনের কারনে একটি ট্রায়ালের আয়োজন করা হয়।এই ট্রায়ালের মাধ্যমেই ২০৩৪ সালের জন্য ফুটবলার বাছাই করবেন পাঞ্জাবের মিনার্ভা ফুটবল ক্লাব।।
পাঞ্জাবের মিনার্ভা ফুটবল ক্লাবের তরফে জানিয়েছেন, যারা এই ট্রায়ালের মাধ্যমে সুযোগ পাবে তাদের নিয়ে গিয়ে আলাদাভাবে রাখা হবে ও আরও ভালো প্রশিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে। যারা সুযোগ পাচ্ছেন এখন থেকে তাদের সব খরচা আমরাই চালাবো। তারা আরও জানায় এখনও পর্যন্ত ৬৫জনকে বাছাই করা হয়েছে। যদিও লকডাউনে অনেকগুলো দিন বন্ধ থাকার কারনে অনেকদিন দেরি হল বাছাই পর্ব সাড়তে।।