সামসী: অন্যরাজ্যে টাওয়ারের কাজে গিয়ে চার শ্রমিকের মৃত্যু।।
সুত্রের খবর মৃত ব্যক্তিরা তিনজন ভাদো গ্রাম পঞ্চায়েতের বটতলার বাসিন্দা ও একজন কাহালা গ্রাম পঞ্চায়েতের আশুটোলার বাসিন্দা। স্থানীয় সুত্রে জানা যায় তাদের নাম আব্দুল আজিজ (২৫), হবিবুর রহমান (২১), আব্দুল মান্নান (৪৫) এবং মহম্মদ জাহির (৩০)।।
এই ঘটনায় এলাকা জুরে চার শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ সুত্রে জানা যায় ময়নাতদন্তের পর ওই চার শ্রমিকের দেহ আজ গভীর রাতে তাঁদের বাড়িতে পৌঁছোবে।।
স্থানীয় সুত্রে জানা যায়, মৃত ব্যক্তিদের দিন আনা দিন খাওয়া পরিবার। তাই পরিবারের আর্থিক অনটন দূর করতে ভিনরাজ্যে শ্রমিকের কাজে গিয়েছিলেন।।
পরিবার সুত্রে জানা যায় বুধবার সকালে তাঁরা ট্রাক্টরে টাওয়ার নির্মাণের সরঞ্জাম নিয়ে যাচ্ছিল। সেইসময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনব্যাক্তির। সাথে সাথে অন্যজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মারা যায় তিনি।।
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক মহম্মদ ইয়াসিন মৃতব্যাক্তিদের বাড়িতে গিয়ে তাদের আশ্বাস দেন।।
