Khabar Aajkal

সিয়াচেনের হিমবাহ ধসে শহিদ হলেন দুই ভারতীয় জওয়ান।
Spread the love

সিয়াচেনের হিমবাহ ধসে শহিদ হলেন দুই ভারতীয় জওয়ান।

শ্রীনগরঃ রবিবার দুপুর ১টা নাগাদ ভয়াবহ তুষারপাতের ফলে সিয়াচেনে হিমবাহ ধসে শহিদ হলেন দুই ভারতীয় জওয়ান। সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, শহিদ দুই জওয়ানের নাম প্রভজিৎ সিং ও অমরদীপ সিং তারা দুজনই পঞ্জাবের বাসিন্দা।লাদাখ সেনাবাহিনী সূত্রে খবর, রবিবার দুপুরে সিয়াচেনের হানিফ সেক্টরে টহল দিচ্ছিল ওই সেনাবাহিনী। এছাড়াও কয়েকজন কুলিও সেনাদলটির সঙ্গে ছিলেন। আচমকাই তুষারপাত শুরু হলে বরফের ধস নেমে আসে যারফলে, সকলেই আটকে পড়েন। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকলকে উদ্ধার করে। আহতদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়।
এই দুই জাওয়ান ছাড়াও ৪ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। প্রায় ৬ ঘণ্টা পর সন্ধ্যা ৭টা নাগাদ দক্ষিণ হিমবাহের সাব সেক্টর হানিফে ধস থেকে তাঁদের দেহ উদ্ধার করে তদন্তকারী দল। আরও অনেক জওয়ান ও মাল বহনকারী হিমবাহ ধসে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার লেহ থেকে তাঁদের দেহ বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে।

যদিও,পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং নিহতদের পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করেছেন।


Spread the love
News cordinator and Advisor at Khabar Aajkal Siliguri

Related Articles

Like Us on Facebook, It's Free 😉