বাগডোগরাঃ হরিণের শিং সহ ৩ জনকে গ্রেপ্তার করলো বাগডোগরা রেঞ্জার বনকর্মীরা।।
গোপন সুত্রে খবরের ভিত্তিতে বাগডোগরা রেঞ্জের অফিসের সহকর্মীরা অভিযান চালায় বাগডোগরা এলাকায়। সেই সময়ই উদ্ধার হয় হরিণের শিং। ঘটনায় জড়িত থাকার উদ্দেশ্যে 300k গ্রেপ্তার করা হয়েছে।।
সূত্রের খবর হরিণের শিং নিয়ে তারা নেপালের উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময় তারা চোমুনি বাবার মন্দিরে পাশে লুকিয়ে পড়ে। সেই সময় তাদের দেখতে পেয়ে গ্রেপ্তার করে। এবং তারপর রেঞ্জ অফিস নিয়ে আসা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে গ্রেপ্তারকৃত আসামির নাম শিবম মহালি বয়স 21, গৌতম নায়ক বয়স 22, ও বিকাশ মুন্ডার বয়স 22।।