২০২১ শের নির্বাচনের দিন ঘোষিত হল—
নির্বাচনের দিন ঘোষণা। আগামী ২৭ শে মার্চ থেকে শুরু হচ্ছে নির্বাচন। আজ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করে জাতীয় নির্বাচন কমিশন এই জানালেন। নির্বাচন হবে ৮ দফায়। আর ভোট গননা ২ই মে।
২৭ মার্চ থেকে ২৯ শে এপ্রিল এর মধ্যে ৮ দফার নির্বাচনের দিন ঘোষনা করলো নির্বাচন কমিশন।।
আজ পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য যেমন আসাম, কেরল, তামিলনাড়ু এবং পদুচেরি এই পাঁচ রাজ্যের ভোটের দিন ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা।।
অসমে ১২৬টি আসনে ৩ দফায় ভোট। তামিলনাড়ুতে ২৩৪টি আসনে ১ দফায় ভোট। কেরলে ১৪০ আসনে ভোট ১ দফায় ভোট। পদুচেরিতে ৩০টি আসনে ১ দফায় ভোট। আর ২৯৪ টি আসনে ভোট পশ্চিমবঙ্গে।
