শিলিগুড়ি: মুরালিগঞ্জ থেকে ২২ কেজি গাঁজা সহ গ্রেফতার ২।।
গতকাল রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জ এলাকায় তল্লাশি চালায় বিধাননগর থানার পুলিশ। তারপর একটি সরকারি বাসে তল্লাশি চালাতেই মেলে সাফল্য। গাঁজা সহ দুজনকে গ্রেফতার করে পুলিশ।।
এই বিষয়ে এডিসোনাল এসপি মনোরঞ্জন ঘোষ বলেন যে এই গাঁজা কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে তল্লাশি চালাতেই গাঁজা সহ দুজনকে গ্রেফতার হয়। ধৃতদের মধ্যে একজন মহিলা ও একজন পুরুষ।এবং ধৃতদের কাছ থেকে প্রায় ২২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। যার অনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা।ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে।।
