৮ দফায় ভোট গ্রহন। আপনার এলাকায় কবে নির্বাচন দেখে নিন ——- “খবর আজকাল”-এ।।
নির্বাচনের দিন ঘোষণা। আগামী ২৭ শে মার্চ থেকে শুরু হচ্ছে নির্বাচন। আজ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করে জাতীয় নির্বাচন কমিশন এই জানালেন। নির্বাচন হবে ৮ দফায়। আর ভোট গননা ২ই মে।
🔴প্রথম দফার নির্বাচন (২৭শে মার্চ) – ৩০টি কেন্দ্র (পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ভাগ ১, পূর্ব মেদিনীপুর ভাগ ১)
🔴দ্বিতীয় দফার নির্বাচন (১লা এপ্রিল) – ৩০টি কেন্দ্র (বাঁকুড়া ভাগ ২, পশ্চিম মেদিনীপুর ভাগ ২, পূর্ব মেদিনীপুর ভাগ ২, দক্ষিণ ২৪ পরগনা ভাগ ১)
🔴তৃতীয় দফার নির্বাচন (৬ই এপ্রিল) – ৩১টি কেন্দ্র (হাওড়া ভাগ ১, হুগলি ভাগ ১, দক্ষিণ ২৪ পরগনা ভাগ ২)
🔴চতুর্থ দফার নির্বাচন (১০ই এপ্রিল) – ৪৪টি কেন্দ্র (হাওড়া ভাগ ২, হুগলি ভাগ ২, দক্ষিণ ২৪ পরগনা ভাগ ৩, আলিপুরদুয়ার, কোচবিহার)
🔴পঞ্চম দফার নির্বাচন (১৭ই এপ্রিল) – ৪৫টি কেন্দ্র (উত্তর ২৪ পরগনা ভাগ ১, নদিয়া ভাগ ১, পূর্ব বর্ধমান ভাগ ১, দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি)
🔴ষষ্ঠ দফার নির্বাচন (২২শে এপ্রিল) – ৪৩টি কেন্দ্র (উত্তর ২৪ পরগনা ভাগ ১, নদিয়া ভাগ ১, পূর্ব বর্ধমান ভাগ ২, উত্তর দিনাজপুর)
🔴সপ্তম দফার নির্বাচন (২৬শে এপ্রিল) – ৩৬টি কেন্দ্র (মালদা ভাগ ১, মুর্শিদাবাদ ভাগ ১, পশ্চিম বর্ধমান, দক্ষিণ কলকাতা, দক্ষিণ দিনাজপুর)
🔴অষ্টম দফার নির্বাচন: (২৯শে এপ্রিল) – ৩৫টি কেন্দ্র (মালদা ভাগ ২, মুর্শিদাবাদ ভাগ ২, বীরভূম, উত্তর কলকাতা)
